অগ্নিদগ্ধ হয়ে গল্ফ অফ ওমানে ডুবে গেছিল ইরানের জাহাজ। পেছনে কি ইসরায়েল?
নিউজ ডেস্কঃ ইসরায়েলের বিরুদ্ধে কিছু করলে তার ফল যে ভুগতে হবে তা এখন হয়ত পৃথিবীর বহু দেশ ভালো ভাবেই টের পাচ্ছে। সম্প্রতি গাজার সাথে তাদের যুদ্ধে গাজাকে তারা যে শিক্ষা দিয়েছে তা হয়ত কোনোদিন ভুলতে পারবে না তারা। তবে গাজা নয় প্রায়শয় ঝামেলা লেগে থাকে ইসরায়েলের সাথে ইরানের।সরাসরি কিছু না করলেও ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে কোন কিছু করতে পিছুয়ে থাকেনা তা আর নতুন করে কিছু বলার নেই।
ইরানের একটি বড় জাহাজ IRIS kharg অগ্নিদগ্ধ হয়ে গল্ফ অফ ওমানে ডুবে যায়। এই জাহাজটি একটি ওয়েল ট্যাংকার অর্থাৎ তেল বহন করে তবে এই জাহাজটিতে হেলি প্যাড ছিল। ঠিক কি কারনে এই জাহাজটিতে আগুন লেগেছিল তা জানা না গেলেও জাহাজটি প্রায় ২০৮ মিটার লম্বা এবং ৩৪০০০ টন ওজন বহনে সক্ষম। ইরানের জাস্ক বন্দর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে হরমুজ প্রনালির কাছে এই ঘটনা ঘটে। বলে রাখা ভালো যে জাহাজটিকে কিছুদিন আগেই আপগ্রেড করে ইরান।
জাহাজটিতে কি কারনে আগুন লেগেছে তা বলা নে গেলেও একটা কথা ঠিক যে কিছু দিন আগেই ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজের উপর মিসাইল আক্রমন করেছিল ইরান।