ডিফেন্স

ভারতীয় সেনাবাহিনী LOC এবং LAC তে ইসরায়েলের তৈরি এই বিধ্বংসী বন্দুকটি ব্যবহার করতে চলেছে

নিউজ ডেস্কঃ ইসরায়েলের থেকে একাধিক টেকনোলোজি ক্রয় করে থাকে ভারতবর্ষ। কারন ইসরায়েলের টেকনোলোজি যে বিশ্বমানের তা বহুবার প্রমান হয়েছে। ইতিমধ্যে ইসরায়েল থেকে রেডারের পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম সদ্য ক্রয় করেছে সেনাবাহিনী, যদিও এরকম বহু অস্ত্র ইসরায়েলের থেকে ভারতের হাতে আসতে চলেছে। ইতিমধ্যেই ভারতের হাতে ৬০০০ মেশিনগান এসেছে।

২০১৯ সালে ভারত সরকার ইজরাইল থেকে ফাস্ট ট্র্যাক প্রসেসে ₹৮৮০ কোটি টাকা দিয়ে ১৬,৪৭৯ টি ৭.৬২×৫১ মি.মি ক্যালিবারের নেগেভ লাইট মেশিন গান ক্রয়ের চুক্তি করে। যার প্রথম ধাপের ডেলিভারি হয়েছে মোট ছয় হাজার লাইট মেশিন গান। বাকি গুলিও দ্রুত ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে। এগুলো ভারতীয় সেনাবাহিনী LOC এবং LAC তে ব্যবহার করা হবে বলে সূত্রের খবর।

ভারতীয় সেনাবাহিনী তাদের চাহিদা জানিয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার লাইট মেশিন গান। বাকি অস্ত্র গুলি ভারতীয় এক কোম্পানি থেকে ক্রয় করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *