ডিফেন্স

যুদ্ধের আবহে ভারতবর্ষের জন্য সুখবর। ফ্রান্সের সহয়তায় আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে বিমানবাহিনী

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য যে দেশেই ইঞ্জিন তৈরি করা হবে তা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। কারন ভারতবর্ষের দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে বেশিরভাগটাই দেশীয় জিনিস থাকবে বলে আশা করা হয়েছে, অর্থাৎ তেজাসের মতো বিদেশী জিনিস রাখতে চাইছেনা বিমানবাহিনী, আর সেই কারনে ইঞ্জিন থেকে শুরু করে রেডারের জন্য বিশেষভাবে চেষ্টা করা হচ্ছে যাতে দেশের মাটিতেই তৈরি করা যায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সবকিছু।

ভারতবর্ষের এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী ভারত এবং ফ্রান্স আগামী দুই মাসের মধ্যেই আমকা মার্ক-২ এর জন্য ১২৫কেএন থ্রাস্টের ইঞ্জিন ডেভেলপমেন্টের চুক্তি সম্পন্ন করতে চলেছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফ্রান্সে গিয়েছিলেন। আর তখন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বিষয়টি আলোচনা করে এসেছেন। এখন সমস্ত পেপার ওয়ার্কস হচ্ছে। আর সর্বাধিক দুই মাসের মধ্যে চুক্তি সই করা হবে। আগে কথা ছিল ১১০কেএন থ্রাস্টের ইঞ্জিন বানানো হবে। এখন ১২৫কেএন থ্রাস্টের ইঞ্জিনের কথা চলছে। একটা কথা না বললেই নয়, তাহল ভারতবর্ষের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আসলে ভারতবর্ষের আকাশ দুর্ভেদ্য হয়ে উঠবে শত্রু পক্ষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *