আমেরিকার হাত থাকা এই ৫ টি বিধ্বংসী যুদ্ধবিমান যেকোনো সময় ঘুম কেড়ে নিতে পারে
নিউজ ডেস্কঃ ৭০ এবং ৮০ র দশকের দিকে আমেরিকার তৈরি যুদ্ধবিমান গুলি যে সারা পৃথিবীর মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছিল তা আর নতুন করে কিছু বলার নেই। কারন তাদের বিমান বহরে থাকা এফ সিরিজের যুদ্ধবিমান গুলি রীতিমতো সারা পৃথিবীর ঘুম কেড়ে নিয়েছিল। সারা পৃথিবী জুড়ে f 15 এর মতো যুদ্ধবিমান তারা প্রচুর পরিমানে রপ্তানি করেছে। পৃথিবীর বেশ কিছু দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করলেও ইসরায়েলের হাতে থাকা যুদ্ধবিমানটিকে সেরা হিসাবে মানা হয়, কারন ইসরায়েলের হাতে এই যুদ্ধবিমান যাওয়ার পর এর ক্ষমতা বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে।পাশাপাশি এর লাইসেন্সড ভার্সন তৈরি করে জাপান।
তবে শুধু এফ ১৫ নয়, এফ ১৬ ফাইটিং ফ্যাল্কন, এফ ১৮ হর্নেট এর মতো যুদ্ধবিমান গুলি সারা পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান। তবে সম্প্রতি এফ ৩৫ আসার পর তাদের কিছুটা টেক্কা দিয়েছে, এর পাশাপাশি এফ ২২ র্যাপ্টরের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও রয়েছে আমেরিকার হাতে, সার্ভিসে থাকা এমন এক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যার ভয়ে ত্রস্ত গোটা পৃথিবী। রেডারকে ফাঁকি দেওয়ার পাশাপাশি এর বিধ্বংসী ক্ষমতা ইতিমধ্যে একাধিকবার প্রমান পেয়েছে।