বলি ডিভা আলিয়া ভাটের অভিনব ফটোশ্যুট
এ এন নিউজ ডেস্কঃ আলিয়া ভাট। বলিউডের অন্যতম অভিনেত্রী। বর্তমানে বলিউডে যাদের নিয়ে বেশ চর্চা চলছে তাদের মধ্যে অন্যতম হলেন আলিয়া। বাবার সৌজন্যে এই জগতের সাথে জুড়লেও, তা কিন্তু বেশ ভালো করেই রপ্ত করতে পেরেছেন।
তার রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তানুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
পরবর্তীকালে একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুন ধাওয়ান বিপরীতে করন জোহর পরিচালিত রোমান্টিক কমেডি স্টুডেন্ট অফ দ্যা ইয়ার (২০১২) চলচ্চিত্রের মাধ্যমে।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, ভাট তার অভিনীত দুটি চলচ্চিত্রের দুটি গানে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মঞ্চে অংশগ্রহণ করে থাকেন এবং নারী পোশাকের নিজস্ব ধারার বিবর্তন ঘটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ এই অভিনেত্রী।