চীনকে উপযুক্ত জবাব দিতে সীমান্তে পৌঁছাতে ৪০ র অধিক ব্রিজ নির্মাণ
নিউজ ডেস্কঃ চীনের সাথে ভারতের সংঘাতের অন্যতম কারন যে ভারতের তৈরি স্ট্র্যটেজিক ব্রিজ গুলি, তা হয় সকলেরই জানা। কারন এই ব্রিজ গুলি দিয়ে এখন খুব সহজেই ভারত-চীন সীমান্তে পৌঁছানো যাবে তা বলাই বাহুল্য। আর সেই কারন ভারতের সাথে বিভিন্ন সময়ে সংঘাতে জড়িয়েছে চীন। তবে ভারতবর্ষ একটুও পিছুপা হয়নি। চীন সীমান্তে প্রচুর ব্রিজ তৈরি করেছে ইতিমধ্যে।
৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্ডার রোড অর্গানাইজেশানের তৈরি করেছে ৪৩টি স্ট্র্যটেজিক ব্রিজ। যা কিছুদিন আগেই রাজনাথ সিং এই ব্রিজ গুলি উদ্বোধন করার কথা ছিল। তবে ইউনিয়ন মিনিস্টার সুরেশ আঙ্গারির মৃত্যুতে উদ্বোধন করার তারিখ পিছিয়ে গেছে।
যে ৪৩টি ব্রিজ উদ্বোধন করা হবে তার মধ্যে
জম্মু কাশ্মীরেঃ- ১০টি
লাদাখেঃ- ৭টি
হিমাচল প্রদেশেঃ- ২টি
পাঞ্জাবেঃ- ৪টি
উত্তরাখন্ডেঃ- ৮টি
অরুণাচলেঃ- ৮টি
সিকিমেঃ- ৪টি
বর্ডার রোড অর্গানাইজেশানের এই দ্রুত ইনফ্রাস্ট্রাক্চার ভারতীয় সেনার কাছে লজিস্টিক মুভমেন্টের গতী কয়েক গুন বাড়িয়ে দেবে।