ডিফেন্স

করোনার কারনে বন্ধ হয়ে গেল পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তৈরি

নিউজ ডেস্কঃ সারা বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত। সারা বিশ্বে করোনা ছড়িয়েছে। অ্যামেরিকা থেকে শুরু করে ইটালিতে সংক্রমণ ছড়িয়েছে লাখের বেশি। ফলে লক ডাউন ঘোষণা করেছে একের পর এক দেশ। আর এর চাপ পড়েছে গোটা প্রডাকশান লাইনে। যার কারনে বন্ধ হয়েছে একের পর এক শিল্প। এবার সেই চাপ এসে পড়েছে ডিফেন্সের উপরেও।

জাপানে করোনা ভাইরাসের কারনে এবার বন্ধ হল এফ ৩৫র প্রডাক্টশন লাইন।আপাতত স্থগিত প্রডাক্টশন লাইন। উল্লেখ্য জাপানে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১০০০ হাজার ছাড়িয়েছে।

আমেরিকার বাইরে ইটালী আর জাপানে এফ ৩৫ সংযোজন করা হয়। দুর্ভাগ্যবশত এই দুই দেশেই করোনা ভাইরাস প্রকট আকার ধারন করেছে। হয়তো ইটালীও বন্ধ করে দেবে কয়েকদিন পর।

যদিও এটি ৪ মার্চ জাপান জানায় তারা এক সপ্তাহের জন্য বন্ধ করতে চলেছে। তবে এখনও পর্যন্ত তারা আবার কাজ শুরু করেছে কিনা তা জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *