কুনাল গাঞ্জাওয়ালার হাত ধরে দুজন প্রতিভাবান বাঙালি ছেলে এবং মেয়ের বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ
বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে বাঙালিদের রাজত্বের কথা সবারই জানা। এবার সেই পথ ধরেই আরও দুজন প্রতিভাবান বাঙালি ছেলে এবং মেয়ে একটি মিউজিক সিঙ্গেলস্ এর মাধ্যমে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করলেন। নাম – “অরিন প্রসেনজিৎ দাস (সংগীত পরিচালক) এবং “ঐন্দ্রিলা সরকার” (গায়িকা), গানটিতে তিনি যুগলবন্দী করেছেন বলিউড গায়ক “কুনাল গাঞ্জাওয়ালার সাথে । অরিন ইতিমধ্যেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে “কানামাছি ভো ভো” এবং ” তৃতীয় অধ্যায়” এর মত বড় ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর সুরে গান গেয়েছেন শান, পাপন, অঙ্কিত তিওয়ারি এবং কৈলাশ খের এর মত খ্যতনামা শিল্পীরা। এবার তার মধ্যে আরও একটি নাম যুক্ত হলো। কিন্তু এত বড় ব্যক্তিত্ব দের সাথে কাজ করার পর ঐন্দ্রিলার মতো নতুন শিল্পী কেন? এই প্রশ্নের জবাবে অরিন বলেছেন, “আমি সবসময় নতুন প্রতিভাদের সুযোগ দিতে চাইতাম। ঐন্দ্রিলা যখন ও আমার জন্য একটি স্ক্র্যাচ গায়। তাই আমি ওকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেই । ঐন্দ্রিলা বহু বছর ধরে “সংগীত র তালিম্ নিয়েছে , যা ওর গানের মধ্যে প্রকাশও পায়। আমি বিশ্বাস করি যে আমি ভবিষ্যতে সঙ্গীত জগত কে আরও একজন প্রতিভাবান শিল্পী উপহার দিতে চলেছি “
গানটির নাম ” EK WAJAH- Let the reason be love “। এটি “EROS NOW MUSIC” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, তার সাথেও গানটি সমস্ত অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে। গানটি ইতিমধ্যেই শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এবং অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।