বিনোদন

A বং পজিটিভ”-এর রং মশাল ২০২০-২১

সিমলা “A বং পজিটিভ” নাট্যদল আগামী ২৫-২৮শে ফেব্রুয়ারী হেদুয়া পার্কে প্রতি বছরের মতো এই বছরেও কলকাতার একমাত্র স্ট্রীট আর্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করতে চলেছে….

” রংমশাল “২০২১

এটি তাদের চতুর্থ বছর, চলতে চলতে চারে পা দিয়েছে….এই উৎসব

এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য বাংলা থেকে হারিয়ে যাওয়া প্রাচীন শিল্প গুলি কে একই মঞ্চে নিয়ে আসা….প্রচুর শিল্পি,মানুষ ও হস্তশিল্পের সমাগম হবে এই উৎসবে, প্রায় ৩০০ শিল্পি বিভিন্ন জেলা থেকে আসবেন ও এই শহর মাতিয়ে তুলবেন তাহাদের বিভিন্ন শিল্পধারার মাধ্যমে

এখানে থাকছে…..

পটের গান, বিহু,ধামাইল,ছৌ-নাচ, পুতুল নাচ, মূকাভিনয়ের,পথ নাটকের মতো  হারিয়ে যাওয়া বিশাল বিশাল শিল্প মাধ্যম…

মূলত দীর্ঘদিন ধরেই নবীন ছেলে-মেয়েরা পথে পথে ঘুরে আর্থিক অনুদান সংগ্রহ করে এই উৎসব কলকাতাবাসীর কাছে তুলে ধরার এক প্রচেষ্টা নিয়েছে,

আপনারা আসুন এই উৎসবের পাশে থাকুন।

আমাদের পাশে থাকছেন ও উপস্থিত থাকবেন

শাস্বত চ্যাটার্জি, পরান বন্দ্যোপাধ্যায়,পরমব্রত চ্যাটার্জি, চন্দন সেন, খরাজ মুখার্জী, রাহুল ব্যানার্জি, বিদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, শুভাশিস মুখার্জি,দেবশঙ্কর হালদার সহ আরো অনেক গুনী মানুষজন।

অনুষ্ঠানের  প্রথম দিন উপস্থিত  থাকবেন অভিনেতা মানসী সিনহা ও রজত  গাঙ্গুলি

অনুষ্ঠানের শেষ দিনে নাট্য সম্মান দেওয়া হচ্ছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব

শুভাশিস মুখার্জি

পঙ্কজ মুন্সি

নিমাই ঘোষ

তাদের হাতে এই সম্মান তুলে দেবেন অনিন্দ্য ব্যানার্জি

এছাড়া বিভিন্ন বিশিষ্ট জনেরে থাকবেন অন্যান্য দিন বিগত

বছর গুলির মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *