ভারতবর্ষ কি এমন কারনে মায়ানমারকে সাবমেরিন গিফট করল?
নিউজ ডেস্কঃ কিছু মাস আগে মায়ানমারকে সাবমেরিন গিফট করেছে ভারতবর্ষ। তবে অনেকেই এই ব্যাপার নিয়ে বিরাটভাবে চিন্তিত ছিল। ভারত কেন মায়ানমারের কাছে সাবমেরিন দিল? আসল রহস্য বললে অনেকেই অবাক হবেন।
বাংলাদেশ কিছুমাস আগে চিনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করেছিল। কিছুটা হলেও তা ভারতবর্ষের বিদেশনীতির উপর চাপ আসে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। বাংলাদেশ কিছুটা হলেও চীন পন্থী হয়ে যাচ্ছে তা একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে।
বাংলাদেশের উপর কিছুটা চাপ সৃষ্টির পাশাপাশি মায়ানমারকে কাছে টানতেই মায়ানমার কে সাবমেরিন গিফট করে ভারত। মায়ানমার আর্মির সাবমেরিন “মিং ইয়েন সেন কা থু’ বা ভারতে আইএনএস সীন্ধুবীর।