মালয়শিয়ার পর অস্ট্রেলিয়া, আমেরিকার বিমানবাহিনীতেও দেখা যেতে পারে দেশীয় যুদ্ধবিমান তেজস, সুত্রের খবর
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাস আসার পর বায়ুসেনার ক্ষমতা যে বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। পাশাপাশি শত্রুদেশ গুলির বিরুদ্ধে লড়তে বিশেষভাবে কাজে দেবে এই যুদ্ধবিমান। তবে শুধু দেশের বায়ুসেনাতেই নয় পাশাপাশি বিদেশে অর্থাৎ পৃথিবীর প্রচুর দেশের বিমানবাহিনীতে এই যুদ্ধবিমান দেখা যেতে চলেছে এবার। কারন এই যুদ্ধবিমান বেশ কিছু দেশের পছন্দের তালিকায় রয়েছে।
মালয়শিয়ার পর অস্ট্রেলিয়া, আমেরিকার বিমানবাহিনীতেও দেখা যেতে পারে তেজস, তেমনটাই খবর সুত্রের।
মালয়শিয়ার ১৮টি যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। সেই যুদ্ধবিমানের টেন্ডারে ভারতবর্ষের তেজাস তাদের পছন্দের তালিকায় রয়েছে। এরই মধ্যে হ্যল ভারতের তেজসকে অস্ট্রেলিয়াকে ট্রেনার বিমান টেন্ডারে এগিয়ে দিয়েছে। আমেরিকার নৌবাহিনীর জন্য তেজসকে অফার করা হয়েছে অনেক আগেই।
ভারতের লক্ষ শুধু তেজস রপ্তানি নয়। তেজস ছাড়াও মার্কিন মাল্টি ইঞ্জিন ট্রেনার এয়ারক্রাফট টেন্ডারে ডর্নিয়ার-২২৮ অফার করেছে ভারত জুলাই ২০২০ তে।
একই সঙ্গে ফিলিপিন্স কোস্টগার্ডের জন্য সেদেশ থেকে ৭টি ধ্রুব আর ৮টি ডর্নিয়ারের অফার পেয়েছে হ্যল। অর্থাৎ বুঝতেই পারছেন যে মেক ইন্ডিয়া প্রোজেক্টে দেশ কতোটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে।