পার্টস দেওয়া বন্ধ করল আমেরিকা। বাধ্য হয়ে পার্টসের জন্য পুরনো যুদ্ধবিমান ক্রয়ের পথে পাকিস্তান
নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে বন্ধুত্ব করার আগে শতবার ভাবা উচিৎ যেকোনো দেশের। কারন তাদের স্বার্থে আঘাত পরলে তারা যেকোনো সময় এমন সিদ্ধান্ত নিতে পারে যা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেকোনো দেশের। আজ আমেরিকার শত্রু এবং চীনের বন্ধু পাকিস্তান বিরাটভাবে সম্মুখীন হচ্ছে আমেরিকার কারনে, তা হয়ত অনেকেরই অজানা। পাকিস্তানের এক বিরাট সংখ্যক যুদ্ধবিমানকে আপগ্রেড করে দিচ্ছে না আমেরিকা, আর সেই কারনে বিরাটভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।পাকিস্তানের বায়ুসেনার প্রধান যুদ্ধবিমান এফ ১৬।
আমেরিকার থেকে বহু বছর আগে এই যুদ্ধবিমান ক্রয় করেছিল পাকিস্তান আর এখন তাদের বিরাটভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের এই যুদ্ধবিমান গুলিকে আর আপগ্রেড করা যাচ্ছে না। তুরস্ক তাদের এই যুদ্ধবিমান গুলিকে আপগ্রেড করার কথা বললেও যে পরিমান অর্থ তারা চেয়েছে তা পাকিস্তান দিতে সমর্থ নেই এই মুহূর্তে। বাধ্য হয়ে তারা ইরাকের কাছে তাদের পুরোনো ১২ টা F-16 যুদ্ধবিমান চেয়েছিল পার্টস এর জন্য, এর বদলে তারা পাকিস্তান JF-17কে অফার করে। কিন্তু ইরাক এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে বর্তমানে তারা বড় সংখ্যায় F-16 কে গ্রাউন্ডেড করে রাখতে হবে পাকিস্তান কে।