তিন বড় ভুল বায়ুসেনার
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বায়ুসেনার জন্য কিছু সময় যে খুব ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একাধিকবার প্রমান হয়েছে। বিশেষ করে স্বাধিনতার পর থেকে শুরু করে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের একাধিক ভুলের কারনে বায়ুসেনা প্রচুর পরিমানে টেকনোলোজি আজও হাতে পায়নি, এবং তার একটা বড় কারন হল ভবিষ্যতের কথা চিন্তা না করা। আর সেই কারনে একাধিক সময় ভুগতে হয়েছে তাদের।
ভারতীয় বিমানবাহিনীর সব থেকে বড় তিনটি ভূল।
রাশিয়ার থেকে মিগ-২৩ ও মিগ-২৭ ক্রয় করা
ফ্রান্সের থেকে মিরাজ-২০০০ এর প্রোডাক্সান লাইন ভারতে নিয়ে আসার ফরাসী অফারকে প্রত্যাক্ষান করা। সি-১৭ গ্লোবমাস্টার মাত্র ১১টি অর্ডার করা যখন বিমানবাহিনী জানত যে এর প্রোডাক্সান লাইন বন্ধ হয়ে যাবে।