দেশীয় প্রযুক্তির বিমানের প্রথমবার আকাশে দেখা যেতে চলেছে জুলাই ২০২২ এ
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে আসতে আসতে প্রচুর পরিমাণে দেশীয় প্রযুক্তির জিনিস আসতে চলেছে তা ইতিমধ্যেই জানানো হয়েছে। বিশেষ করে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের সফলতা যে সুদূর প্রসারি তা বলাই বাহুল্য। বিশেষ করে এই দশক থেকে ভারতের বায়ুসেনার যে দাদাগিরি যে বাড়তে চলেছে তা একাধিক সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।
জোরকদমে এগিয়ে চলেছে তেজাস মার্ক-২ (MWF) এর জন্য পরবর্তী প্রজন্মের টেকনোলজির ওপর কাজ। ADA ডিরেক্টর ড: গিরিশ দেওধর জানিয়েছেন,এই প্রজেক্ট কে ভারতীয় বায়ুসেনার নিজস্ব চাহিদা রয়েছে।
তেজাস মার্ক-২ এর উন্নয়নের খুব শীঘ্রই সব হতে চলেছে, সব ঠিকঠাক থাকলে
প্রথম প্রোটোটাইপ উন্মোচন = জুলাই,২০২২
প্রথম উড্ডয়ন = ২০২৩
প্রথম প্রোডাকশন (IOC) =২০২৫
প্রথম প্রোডাকশন (FOC) = ২০২৭
এই প্রজেক্টে ADA এবং HAL এর সাথে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বেসরকারি কোম্পানি ও রয়েছে। ভারতীয় বায়ুসেনা সর্বনিম্ন বিলম্বে এই প্রজেক্টের সফলতা আশা করছে।বায়ুসেনা প্রধান জানিয়েছেন এই দশকের শেষে ভারতের কাছে প্রায় ৪ শতাধিক দেশীয় যুদ্ধবিমান থাকার সম্ভাবনা রয়েছে। আর যার একটা বড় অংশ হল এই তেজাস মার্ক-২।