মাওবাদীদের হামলার পেছনে চীন?
নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই মাওবাদীদের হাতে প্রান হারিয়েছে প্রচুর সেনা জওয়ান। মাওবাদীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিলেও সম্প্রতি তাদের কারনে প্রান হারিয়েছে ভারতের প্রচুর সেনা। তবে এই মাওবাদীদের অস্ত্রের উৎস কোথায়? কোথায় পাচ্ছে তারা এতো টাকা? কিভাবে হাতে পাচ্ছে এতো অত্যাধুনিক মানের অস্ত্র? এই নিয়ে চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের।
মাওবাদীদের নেপথ্যে কারা রয়েছেন? সম্প্রতি দুইজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা করেছে ভারতের সীমা সূরক্ষা বল (এসএসবি)। এই দুই ব্যাক্তি ভারত নেপাল বর্ডার পেড়িয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং এ প্রবেশ করেছিল। এদের মধ্যে একজনের নাম ডিং সোউ শেং (৩৬) অপরজন চেন জি ফা (৩০)। তাদের কাছে কোন কাগজপত্র ছিলনা। তাদেরকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল মহম্মদ ইব্রাহিম নামক এক ভারতীয়।