ডিফেন্স

অত্যাধুনিক প্রযুক্তির ১৫০ হেলিকপ্টার যোগ দেবে সেনাবাহিনীতে

নিউজ ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার জন্য  স্পেশাল হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে দীর্ঘ ১ দশক ধরে। কিন্তু সবঠিক ঠাক থাকলেও তা আর্মির হাতে এসে পৌছায়নি। তবে কিছু মাসের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কিছু হেলি আসতে চলেছে।

ভারতীয় বায়ুসেনার জন্য তৈরী HAL এর প্রথম ‘লিমিটেড সিরিজ প্রোডাকশন’ LCH এর ছবি। এটি  সফল ভাবে গ্রাউন্ড রান টেষ্ট সম্পূর্ণ করে। লিমিটেড সিরিজ প্রোডাকশনের আওতায় HAL বায়ুসেনার জন্য সম্পূর্ণ নিজেদের খরচে প্রথম পনেরোটি LCH তৈরী করছে। এগুলির প্রতিটির দাম পরবে প্রায় ₹১২৫ কোটি টাকা বা $১৬.৫ মিলিয়ন ডলার, যেটি একটি অ্যাপাচির মূল্যর এক তৃতীয়াংশ। তবে মাস-প্রোডাকশনে গেলে LCH এর দাম আরো কমবে। বায়ুসেনা এবছরেই HAL এর সাথে ১৫+১৫০ টি LCH এর চুক্তি করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *