পাকিস্তানের কথায় কাজ করছে রাশিয়া
নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্ক ভালো হওয়ার কারনে আসতে আসতে যে রাশিয়ার থেকে দূরে সরে যাচ্ছে ভারতবর্ষ তা বলাই বাহুল্য। তবে সেক্ষেত্রে কোন দেশের দোষই দেওয়া চলেনা, কারন আন্তর্জাতিক সমীকরণ কিভাবে বদলায় তা বলা খুব মুশকিল। আর সেই কারনে ভারতবর্ষ কিছুটা দূরে সরে যাচ্ছে রাশিয়ার, অপরদিকে পাকিস্তান কিছুটা হলেও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বারিয়েছে।
অপরদিকে আমেরিকার কারনে পৃথিবীর বহু দেশের কাছাকাছি আসছে ভারতবর্ষ। পাঁচ দেশের সাথে আফগানিস্তানের শান্তিপক্রিয়া তে ভারত ও যুক্ত হতে চলেছে। তবে একটা বড় ব্যাপার হল এই যে রাশিয়া এখানে ভারতের বিরোধিতা করেছে। রাশিয়ান বলয় ছেড়ে ভারত আসতে আসতে আমেরিকার দিকে ঝুঁকে পরাতে এই অসুবিধা, অপরদিকে পাকিস্তানের কথায় রাশিয়া এই এই কাজ করেছিল বলে মত আন্তর্জাতিক মহলের একাংশের। পাকিস্তান কোনওদিনই চায়নি যে আফগানিস্তানের কোন প্রক্রিয়ায় ভারত যুক্ত হোক। তবে আমেরিকার কারনে পাকিস্তান কিছুই করতে পারছে না। ভারতবর্ষের সামনে পাকিস্তানের এটা একটা বিশাল ডিপ্লোমেটিক পরাজয় বলে মত আন্তর্জাতিক মহলের। তবে অপরদিকে বাইডেন প্রশাসনের তরফ থেকে ভারতের জন্য এটা একটা বন্ধুত্বের মেসেজ ও বলতে পারেন। তবে রাশিয়ার স্থানে ভারতবর্ষের কাছে ফ্রান্স খুব একটা খারাপ হবেনা। তবে একবার ভেবে দেখুন আন্তর্জাতিক সমীকরণ কিভাবে বদলে যায়। যে আমেরিকার ভারতবর্ষের বিরুদ্ধে জাহাজ পাঠিয়েছিল ৫০ বছর আগে, সেই আমেরিকাই এখন আন্তর্জাতিক আঙিনায় পুরোপুরি ভাবে সমর্থন করছে।