ডিফেন্স

চীনের নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ বাড়াচ্ছে। তবে কতোটা কার্যকারী?

নিউজ ডেস্কঃ  চীনের কোয়ালিটি নিয়ে যে বরাবর একটা প্রশ্ন থেকে যায়, তা একাধিকবার প্রমাণিত হয়েছে। আর সেই কারনে তারা বেশিরভাগ সময় তাদের পুরনো জিনিস গুলি নিয়ে কাজ করে চলেছে। এবং তার অত্যাধুনিক ভার্সন তৈরি করার চেষ্টা করছে যাতে কোনোরূপ ভুল না থাকে। এবং সবথেকে বড় ব্যাপার হল এই যে তাদের তৈরি করা জিনিস গুলি নিয়ে শুধু তারা নিজেরাই নয়, চীনের থেকে জিনিস ক্রয় করে ভুগছে পৃথিবীর বহু দেশ। এবার তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের অত্যাধুনিক ভার্সন হাতে পেয়েছে।

চীনের পিপল লিবারেশান আর্মি গ্রাউন্ড ফোর্স এর ৭৮তম গ্রুপ আর্মি এইচকিউ-১৬ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্সের ডেলিভারি পেয়েছে ইতিমধ্যে। এইচকিউ-১৬এ ভার্সানের রেঞ্জ ৪০কিমি। যার লো লেভেল ইন্টার্সেপ্সানের ক্ষমতা অত্যন্ত বাজে ছিল বলে একাধিক সামরিক বিশারদ জানিয়েছিলেন। তারপর তারা এইচকিউ-১৬বি সার্ভিসে নিয়ে আসে,  যার রেঞ্জ ৭০কিমি। তবে পুরোনো সিস্টেমের অসুবিধা গুলি কতোটা ঠিক হয়েছে সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *