ডিফেন্স

অত্যাধুনিক টেকনোলজি নিয়ে বিধ্বংসী গতিসম্পন্ন ড্রোন আসছে

নিউজ ডেস্কঃ ভবিষ্যতের যুদ্ধ যে আসতে আসতে মানুষ ছাড়াই হতে চলেছে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে ইতিমধ্যে। আর সেই কারনে ইউ এ ভি(আনম্যান্ড এরিয়াল ভেহিকেল) এর চাহিদা বাড়ছে বিরাটভাবে। পাল্লা দিয়ে বহু দেশ অত্যাধুনিক মানের ড্রোন ও তৈরি করছে সেই কারনে। কারন আধুনিক যুদ্ধে ড্রোন এক বিরাট ভূমিকা পালন করতে চলেছে।

সিঙ্গাপুরে অবস্থিত একটি এরোস্পেশ কোম্পানি “kelly Aerospace” পৃথিবীর প্রথম সুপারসনিক স্টেলথ কমব্যাট ড্রোন তৈরি করছে। ড্রোনটির ডিসাইন সামনে আসার পর অনেকেই চমকে গেছে, কারন ড্রোনটিকে দেখতে হলিউডের সায়েন্স ফিকশন ছবির যুদ্ধবিমানের মতো।  “Arrow” নামের এই ড্রোনটি গতিবেগ হতে চলেছে ম্যাক-২.১ অর্থাৎ প্রায় ২৪০০কিমি/ঘণ্টা। ড্রোনটি ১৬৮০০ কেজি পেলোড নিয়ে একটানা ৪৮০০ কিমি পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম। কোম্পানিটি জানিয়েছে যে তারা ইতিমধ্যে  ১০০ টির বেশি এই ড্রোনের অগ্রিম অর্ডার পেয়ে গেছে। এক একটি ড্রোনের দাম প্রায় ১৬ মিলিয়ন ডলার। পাশাপাশি এই কোম্পানিটি সুপারসনিক বিসনেজ বিমান তৈরি করছে, যা ইতিমধ্যে দুটি প্রোটোটাইপ আমেরিকা এবং সুইডেনে পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *