বাজেট কমছে ইংল্যান্ডের
নিউজ ডেস্কঃ আসতে আসতে বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে সামরিক ক্ষেত্রে। তবে সত্যি কথা বলতে কি পৃথিবীর বহু দেশই করোনার কারনে নিজেদের ডিফেন্স বাজেট বেশ খানিকটা কমিয়েছে। তবে ব্রিটিশ বাহিনী তাদের সামরিক ক্ষেত্রে যে পরিবর্তন আনবে তা অনেক আগেই বলা হয়েছিল। আর সেই কারনে তারা ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।
বড় ধরনের পরিবর্তন হতে চলেছে ব্রিটিশ বাহিনীর মর্ডানাইজেশানে। অনেকটা কমানো হচ্ছে তাদের প্ল্যান।
এফ-৩৫ এর অর্ডার ১৩৮ থেকে কমিয়ে ৪৮ করা হতে চলেছে!
২৪টি প্রথম দিকের ইউরো ফাইটার টাইফুন আগেই অবসর করানো হয়েছে।
ট্র্যন্সপোর্ট হেলির সংখ্যা ৪৫টি কমানো হবে।
এ্যওয়াক্স অর্ডার ৫ থেকে কমে ৩।
পাশাপাশি তাদের আর্মির আর্মার এবং ইনফ্যন্ট্রি ডিভিশানের মর্ডানাইজেশান প্ল্যন কমানো হচ্ছে।