২০১৬ বিধানসাভা নির্বাচনে জিততে পারেননি সোহম। এবার কি করবেন?
নিউজ ডেস্কঃ সোহম চক্রবর্তী টলিউডের একজন জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন।এই বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাতে দেখা গেছে টলিতারকাদের ঝাঁক।তারা একে একে তৃণমূল কংগ্রেসের দিকে হাত বাড়িয়েছে।এক মধ্যে একজন হলেন সোহম চক্রবর্তী যিনি এই বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চণ্ডীপুরে প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।
তবে এই প্রথমবার নয় ২০১৬ বিধানসাভা নির্বাচনেও দাঁড়িয়েছিলেন দুর্গাপুর বড়জোড়া থেকে কিন্তু সেই বছর তিনি জিততে না পারলেও তাঁর কদর কিন্তু কোনো অংশে কমেনি তৃণমূলের অন্দরে। তাই সোহম চক্রবর্তী অনেক আগের থেকে রাজনৈতিক মহলের সাথে যুক্ত ছিলেন।তবে তিনি টলিউডের প্রথম পা রেখেছিলেন ১৯৯৮ সালে।
তার প্রথম ছবি ছিল ছোট বউ যেখানে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি ২০০৭ সালে ‘চাঁদের বাড়ি’।এরপর তিনি ২০০৮ সালে ‘বাজিমাৎ’ ছবিতে অভিনয় করেন কিন্তু সেই ছবিতি ফ্লপ হয়েগিয়েছিল।তারপর তিনি ২০০৯ সালে ‘প্রেম আমার’ ছবিতে অভিনয় করে ভাল সফলতা অর্জন করেছিল।এরপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা।২০০৯ সালের পর ২০১০ সালে ‘সোলজার’ ‘অমানুষ’ ‘হ্যাংওভার’ ‘কিছুপাওয়াকিছুচাওয়া’ ২০১১ সালে ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ‘আতঙ্ক’ ২০১২ সালে ‘লে হালুয়া লে’, ‘জানেমন’ ‘ জীবন রঙ’ ‘ বোঝেনা সে বোঝেনা’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।এখানেই শেষ নয় তার ছবিতে অভিনয়ের তালিকা বেশ লম্বা চওড়া।তবে তার শেষ অভিনীত ছবি হল ২০১৮ সালে ‘বাঘ বন্দি খেলা’।তবে তার আরও কয়েকটি ছবি আসতে চলেছে