রাজ্য

বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত প্রথম ছবি কি জানেন?

নিউজ ডেস্কঃ তৃণমূলের পর এবার বিজেপি দলেও বসেছে টলিতারকাদের চাঁদের হাঁট।একের পর এক টলিতারকারা যোগ দিচ্ছে বিজেপিতে।এই টলিতারকাদের মধ্যে কিছুদিন আগে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা যশ দাসগুপ্ত।যিনি টলিউডের এই মুহূর্তের প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম।যশ বিজেপির পক্ষ থেকে চণ্ডীপুর থেকে দাঁড়িয়েছে।

২০২১ সালে রাজনৈতিক মহলে পা রাখলেই এই অভিনেতা।এই অভিনেতা অভিনয় জগতে পা রাখেন ২০০৭ সালে।২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যশকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শকমহল।এরপর তার এই অভিনেতাকে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করতে দেখেন ২০১৩ সালে বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে।আর সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে খ্যাতি অর্জন করলেন এই অভিনেতা।তার অভিনয়ের দ্বারা মানুষের মন জয় করে নিয়েছিলেন যশ দাসগুপ্ত।এরপর তার মুখ্য ভূমিকায় অভিনীত প্রথম ছবি হল ২০১৬ সালের গ্যাংস্টার।এখানে তার বিপরীতের অভিনয় করেছিল মিমি চক্রবর্তী।এর পর থেকে একের পর এক ছবি উপহার দিয়েছে দর্শক মহলকে।

২০১৭ সালে ‘ওয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।তারপর ২০১৮ সালে ‘টোটাল দারাগিরি’, ‘ফিদা’ এবং ২০১৯ সালে ‘মন জানে না’ ছবিতে অভিনয় করেছেন।এভাবে একের পর এক ছবি করে খ্যাতির শিকরে পৌঁচ্ছে এই অভিনেতা।এরপর তিনি ২০২০ সালে অংশুমান প্রত্যুসের পরিচালিত ‘এসওএস কলকাতা’ ছবিতে অভিনয় করেছেন।এই ছবিতে তার সহশিল্পী ছিলেন নুসরাত জাহান , মিমি চক্রবর্তী  আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা।যশ অভিনেতার পাশাপাশি একজন মডেল ও গায়কও।এছাড়াও যশ ২০০৬ সালে মিস্টার কলকাতা পুরস্কার পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *