ডিফেন্স

ডবল সিটারের থেকে সিঙ্গেল সিটারের দাম বেশি। আন্তর্জাতিক বাজারে দেশীয় যুদ্ধবিমান তেজাস বিক্রি করার পথে

নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় প্রযুক্তির যুদ্ধাস্ত্র গুলি ইতিমধ্যে তাদের ক্ষমতা প্রমান করেছে। বিদেশী অস্ত্র বা যুদ্ধবিমানের পাশাপাশি দেশীয় যুদ্ধবিমান গুলিকে বিরাট পরিমাণে কাজে লাগানোর কথা চিন্তা করছে সেনাবাহিনী। আর সেই কারনে যুদ্ধবিমানের প্রডাকশান বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের মধ্যে ভারতের হাত বিরাট পরিমাণে এই ধরনের যুদ্ধবিমান আসতে চলেছে। কারন যুদ্ধবিমানের ক্ষমতার পাশাপাশি যুদ্ধবিমান গুলির দামও সাধ্যের মধ্যে। আর সেই কারনে ভারতের থেকে যুদ্ধবিমান ক্রয় করতে চাইছে পৃথিবীর বহু দেশ। তবে ইতিমধ্যে খুব শীঘ্রই এক দেশকে যুদ্ধবিমান বিক্রি করার হবে বলে সূত্রের খবর। ভারতবর্ষ যুদ্ধাস্ত্র বিক্রয় করে যে ভবিষ্যতে বিরাট পরিমাণে মুনাফা অর্জন করতে চলছে তা ইতিমধ্যে একাধিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।

দেশী যুদ্ধবিমান তেজাস এর বেসিক ইউনিট প্রাইস জানানো হয়েছে ইতিমধ্যে— সিঙ্গেল সিটার ₹৩০৯ কোটি টাকা এবং ডবল সিটার ট্রেইনার ₹২৮০ কোটি টাকা। HAL চেয়ারম্যান আর,মহাদেবান জানিয়েছেন যে প্রতিযোগিতা মূলক বাজারের জন্য এক মূল্য, কারন আন্তর্জাতিক বাজারে প্রচুর প্রতিযোগী রয়েছে, আর সেই কথা মাথায় রেখে তবেই মূল্য ধার্য করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশের সাথে তেজাস যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *