ভারত ছাড়া পৃথিবীর মধ্যে আর এই দেশেরই হাতে আছে আমেরিকা এবং রাশিয়ার বিধ্বংসী বিমান গুলি
নিউজ ডেস্কঃ পৃথিবীতে প্রায় ২০০ র কাছাকাছি দেশ আছে। সংখ্যাটা নিয়ে যদিও অনেক দ্বিমত আছে। তবে একটা কথা কি জানেন সারা বিশ্বে ৫০ টি দেশের হাতে ঠিকমতো ভাবে যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান নেই। আবার অন্যদিকে বেশ কিছু দেশের হাতে একাধিক রকমের যুদ্ধবিমান আছে।
ঠিক তেমনই একটি দেশ হল মিশর। এই দেশের হাতে বিভিন্ন প্রকারের বিমান আছে। পৃথিবীর একমাত্র সৌখিন এয়ারফোর্স বলা হয়ে থাকে এই মিশরকে। মিশরের কাছে বর্তমানে
আমেরিকার ২১৬ টি F-16 আছে,
রাশিয়ার মিগ -২৯ আছে ৪৪ টি
ফ্রান্সের রাফায়েল আছে ২৪ টি আরো ৩৬ টি অর্ডার করতে পারে,
ফ্রান্সের মিরাজ ২০০০ আছে ১৯ টি, মিরাজ ৫ আছে ৮০ টি,
রাশিয়ার ২৪ টি Su-35 অর্ডার করেছে,
ইউরোপের একাধিক দেশ ব্যবহার করে ৩৬ টি ইউরোফাইটার টাইফুন ও অর্ডার করতে চলেছে।
এছাড়াও কিছু পুরোনো F-16 কে রিপ্লেস করতে তারা পাকিস্তান থেকে Jf-17 ও কিনতে পারে।
তাদের অ্যপাচি AH-64D আছে ৪৬ টি এবং রাশিয়ার Ka-52 অ্যলিগেটর আছে ৩৫ টি ও ১১ টি অর্ডারে আছে। মিশর একই সাথে আমেরিকার আব্রাহাম ট্যাংক ও রাশিয়ার T-90 ট্যংক ও ব্যবহার করে।
কিন্তু অসুবিধার ব্যাপার হল এই যে যুদ্ধবিমান গুলিতে কোনও কোন বিভিআর নেই। যেমন রাফায়েল এর সাথে মিটিওর পায় নি এবং F-16 এও কোন বিভিআর দেয় নি আমেরিকা। তবে এতো প্রকারের যুদ্ধবিমান রাখার জন্য বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয় এই দেশকে।