ডিফেন্স

কার্গিল যুদ্ধে শিক্ষা পাওয়ার পরও আজও ঘাটতি মেটাতে পারেনি বায়ুসেনা। কিন্তু কেন?

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২০ বছর ধরে ঠিকমতো মনোযোগ বা অবহেলা করার ফলে আজ ভুগতে হচ্ছে বায়ুসেনাকে। কারন কার্গিল যুদ্ধের পর ভারতবর্ষ উপলব্ধি করতে পেরেছিল বিমানবাহিনীর। আর সেই কারনে সেই সময়েই প্রায় ১০০ উপর যুদ্ধবিমান ক্রয় করার কথা ছিল, যা কিনা আজ পর্যন্ত ভারতের বিমানবাহিনী একেবারে পায়নি, যার ফলে আজও বিরাটভাবে ভুগতে হচ্ছে ভারতবর্ষকে।

১৯৯৯ সালে ভারতের বায়ুসেনা কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার অপারেশন বিজয় কে এয়ার সাপোর্ট দিতে “অপারেশন সফেদ সাগর” বা ” operation White sea করেছিল। সেই সময় ভারতের বিমানবাহিনী তাদের মিগ-২৯ থেকে শুরু করে মিগ-২৭, মিগ-২১, মিগ-২৩, জাগুয়ার এবং গানশিও হেলিকপ্টারগুলোকি নিয়ে এই অপারেশানে নেমেছিল।

১৯৭১ এর ভারত-পাক যুদ্ধের পর ১৯৯৯ তে এই কার্গিল যুদ্ধ ছিল বায়ুসেনার সবথেকে বড় এয়ার অপারেশান।

আর এই যুদ্ধের পর ভারতের বায়ুসেনা যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। আর সেই কারনে পরবর্তীতে বায়ুসেনার জন্য মিরাজ-২০০০ ও সুখোই -৩০ এমকেআই যুক্ত করা হয়। ১২৬ টি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয় করার সিদ্ধান্তও নেওয়া হয় এই সময়, তবে দুর্ভাগ্যবশত যা আজও ক্রয় করা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *