ডিফেন্স

মোট কত লক্ষ সেনা এখনও রাখা আছে কাশ্মীরে?

নিউজ ডেস্কঃ জম্মু কাশ্মীর নিয়ে সারা বছর ই চিন্তার কারন হয়ে থাকে কেন্দ্রের। বিশেষ করে ৩৭০ ধারা ওঠানোর পর থেকে আরও চিন্তা বাড়িয়েছিল। তবে বেশ কয়েকমাস আগে কাশ্মীর থেকে ১০,০০০ প্যারা মিলিটারি ফোর্সকে উঠিয়ে নিয়েছিল কেন্দ্র।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ওঠানোর পর থেকে অতিরিক্ত প্রায় ৭০,০০০ প্যারা-মিলিটারি ফোর্স মোতায়েন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই অতিরিক্ত প্যারা-মিলিটারি ফোর্স আসতে আসতে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

যদিও জম্মু-কাশ্মীর পাকিস্তানের জঙ্গীবাদের টার্গেট হ‌ওয়ার কারনে এখানে সারা বছর‌ই আর্মি ও প্যারা-মিলিটারি ফোর্সকে মোতায়েন করা থাকে। এদের দায়িত্ব থাকে প্রধানত জম্মু-কাশ্মীরের অভ্যন্তরীণ সুরক্ষা এবং LOC কে রক্ষা করা।

স্বাভাবিক সময়ে যে পরিমাণ ফোর্স জম্মু-কাশ্মীরে থাকে :—

মোট সেনা = এক লক্ষ ষাট হাজার ট্রুপস
মোট প্যারা-মিলিটারি ফোর্স = এক লক্ষ ট্রুপস
জম্মু-কাশ্মীর পুলিশ = এক লক্ষ কুড়ি হাজার ট্রুপস

যদিও এখানে লাদাখের ট্রুপস এর হিসাব ধরা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *