ক্যুয়ারেন্টাইনে কি ভিডিও বার্তা দিলেন কাবির সিং অভিনেত্রী কিয়ারা! রইল ভিডিও
কিয়ারা আডভানি। এতদিন পর্যন্ত নামটা অনেকের কাছেই অজানা ছিল। বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ছাড়া সেভাবে কেউ তাঁকে চিনতেন না, যদিও ২০১৪ সালে বলি ইন্ডাস্ট্রিতে তাঁর আগমন। সম্প্রতি কাবির সিং রিলিজ হওয়ার পর থেকেই হইচই পরে যায়। সম্প্রতি তিনি কিয়ারা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম কিন্ত আলিয়া। আঞ্জানা আঞ্জানি ছবি দেখার পর তিনি তাঁর প্রথম বলিউড ছবিতে নিজের নাম কিয়ারা বলা শুরু করেন।
তবে অভিনয় করাটা যে তাঁর রক্তে রয়েছে তা অনেকেরই অজানা। কারন অশোক কুমার, সায়েদ জাফরির মতো প্রবাদ প্রতিম অভিনেতা যে তাঁর রিলেটিভ।
২০১৪ সালে ফাগলি দিয়ে বলিউডে এন্ট্রি হয় তাঁর। তারপর এম এস ধোনি, লাস্ট স্টোরিস, মেশিন, কালাঙ্কের মতো একের পর এক ছবি করেছেন তিনি। তবে সম্প্রতি তাঁর নতুন ছবি কাবির সিং এর জন্য ফ্যান ফলোয়ান্স এক লাফে অনেকটাই বেড়ে গেছে।