ডিফেন্স

ব্যাটেল ট্যাঙ্কের দফরফা করতে পারে এই বিধ্বংসী মিসাইল

নিউজ ডেস্কঃ স্থল যুদ্ধে এক বিরাট ভূমিকা পালন করে ব্যাটেল ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের সাহায্যেই ভুমি দখলের লড়াই চালান হয়ে থাকে। বিশেষ করে ঘাটি ধ্বংস পারে এই মেন ব্যাটেল ট্যাঙ্ক গুলি। তবে কিছু সময় এই ট্যাঙ্ক ই আবার কিছু দেশের মাথা ব্যাথার কারন হয়ে দাড়ায়। আর সেই কারনে এই ট্যাঙ্কের বিরুদ্ধে বিভিন্ন মিসাইল ব্যবহার করা হয়ে থাকে।

অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। রাশিয়ার হাতে থাকা এমন কিছু মিসাইল রয়েছে যা পৃথিবীর বিধ্বংসী ট্যাঙ্ক গুলির দফারফা এক করে দিতে পারে।

রাশিয়ার হাতে থাকা কর্ণেট মিসাইল। যা রীতিমতো ভীত ধরিয়েছে আমেরিকাকেও। 9M133 Kornet  হল রাশিয়ার ম্যান পোর্টেবেল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ১৯৯৮ সালে রাশিয়ার সার্ভিসে আসলেও এখনও পর্যন্ত ইরাক, লিবিয়া, ইসরায়েল, সিরিয়ার মতো ১০ এর অখক যুদ্ধে ব্যবহার হয়েছে এই মিসাইল।

এখনও পর্যন্ত মোট ৩৫০০০ মিসাইল তৈরি হয়েছে। মিসাইলটি হাই এক্সপ্লোসিভ নিয়ে সর্বচ্চ ১০০০০ মিটার পর্যন্ত হামকা করতে সক্ষম। ইরাকের যুদ্ধে এটি আমেরিকার শক্তিশালী দুটি আব্রাম ট্যাঙ্ককে ধ্বংস করেছিল একদম যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *