মাইন প্রতিরোধ করে দুর্গম অঞ্চলের জন্য আসতে চলেছে বিধ্বংসী এই গাড়ি
নিউজ ডেস্কঃ রাশিয়ার হাতে যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার বা সাবমেরিন গুলি যে বিধ্বংসী তা আর নতুন করে কিছু বলার নেই। তবে তাদের হাতে শুধু যুদ্ধাস্ত্র নয় পাশাপাশি স্থল বাহিনীর জন্য বিশেষ কিছু গাড়ি রয়েছে। তাদের সেনাবাহিনীর জন্য বেশ কিছু গাড়ির ডিসাইন এবং ডেভেলপমেন্ট করছে বলে সামরিক সূত্রের খবর। এই স্থল যান গুলি মাইন প্রতিরোধ গাড়ি যা দুর্গম অঞ্চলে চলতে সক্ষম। ৮০ টি বিভিন্ন ভার্সন নিয়ে আসতে চলেছে রাশিয়া। রাশিয়া অফিশিয়ালি এখনও সেভাবে কিছু জানায়নি।
৯ টনের এই যান গুলি ডিসেল চালিত ৩০০ হর্স পাওয়ার সক্ষম। ১২০ কিমি/ঘণ্টা গতিবেগে ১০০০ কিমি পর্যন্ত পারি দিতে সক্ষম। যানগুলি স্মল ক্যালিবারের বিরুদ্ধে পুরোপুরি সুরক্ষা দিতে পারবে। ১২.৭ এমএমের বিধ্বংসী মেশিনগান দিয়ে গাড়িটি সজ্জিত, যদিও অস্ত্র সজ্জা পরিবর্তন করা হলেও হতে পারে। তবে রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি এই বিষয়ে।