ডিফেন্স

ভারতের নৌবাহিনীর হাতে আসতে পারে আমেরিকার বিধ্বংসী যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ আমেরিকার নৌসেনা যে পৃথিবীর অন্যতম সেরা নৌসেনা তা ইতিমধ্যে একাধিকবার প্রমান হয়েছে।বিশেষ করে আমেরিকার নৌসেনার হাতে এমন কিছু বিদ্ধংসি যুদ্ধবিমান রয়েছে যা যেকোনো সময় শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে।

এফ ১৮ হর্নেট। পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান। ১৯৯৫ সালে প্রথমবার যুদ্ধবিমানটিকে আকাশে উড়তে দেখা যায় তবে ১৯৯৯ সালে সার্ভিসে আসে যুদ্ধবিমানটি।এখনও পর্যন্ত ৬০০ উপর এই যুদ্ধবিমান তৈরি করেছে বোয়িং। বিশেষ করে আমেরিকার নৌবাহিনীর কথা মাথায় রেখেই এই যুদ্ধবিমানটি তৈরি করা হয়েছে। যুদ্ধবিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস অর্থাৎ আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভুমিতে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি পাঁচটি জ্বালানি ট্যাঙ্ক রয়েছে এবং আকাশ পথেও জ্বালানি ভরতে সক্ষম।আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়ার কাছে রয়েছে যুদ্ধবিমানটি।

১৪ কেজি যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধবিমানটি ৪৪ হাজার ফুট থেকে আক্রমণ শানাতে পারে। ১০০০কিমি/ঘণ্টার গতিবেগে যুদ্ধবিমান বিশেষভাবে হামলা চালাতে সক্ষম। ভারতবর্ষের নৌসেনার জন্য এই যুদ্ধবিমানটি লিজ নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *