চীনের যুদ্ধবিমানের থেকেও বেশি রেঞ্জের মিসাইল এবার দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমানে। রেঞ্জ কত বাড়ল জানেন?
নিউজ ডেস্কঃ চীনের সাথে সংঘর্ষের পর ভারতবর্ষের ডিফেন্সের কাজে গতি এসেছে একের পর মিসাইল থেকে শুরু করে বিধ্বংসী অস্ত্র আসছে সেনাবাহিনীর। পাশাপাশি দেশীয় প্রযুক্তির বেশ উন্নয়ন চোখে পরার মতো।
ভারতের দেশীয় প্রযুক্তির তৈরি তেজাস ভারতের হাতে আসলেও তেজাসের যুদ্ধাস্ত্র নিয়ে এখনও রিসার্চের পাশাপাশি তার কনফিগারেশান চলছে।
আগামী কয়েক মাসের মধ্যেই তেজস থেকে ফায়ার করা হবে অস্ত্র বিভিআর। তেজস পাবে ১১০কিমি রেঞ্জের বিভিআর। তুলনা করলে চীনের এফসি-০১ (জেএফ-১৭) এসডি-১০ বিভিআর ব্যবহার করে যার রেঞ্জ ১০০কিমি। অর্থাৎ ভারতের হাতে থাকা বিভিআরের রেঞ্জ বেশি হবে।