ভারতের যেই যুদ্ধবিমানের দ্বারা আমেরিকার যুদ্ধবিমানগুলিকে ভূপতিত করেছিল
নিউজ ডেস্কঃ ১৯৭১ এর যুদ্ধে পাকিস্তনকে যে ভারত উচিৎ শিক্ষা দিয়েছিল তা বলাই বাহুল্য। একাধিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল পাকিস্তানের সেনাকে। শুধু স্থল বাহিনী নয় পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি বিরাট অংশ।
১৯৭১সালে ভারতীয় বিমানবাহিনী অসাধ্য সাধন করে দেখিয়েছিল। বয়রার আকাশে ভারত ও পাকিস্তানের বিমানবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই যুদ্ধে তৎকালীন সময়ের দুর্ধর্ষ ফাইটার এফ-৮৬ সাব্রে কে নাকানি চুবানি খাইয়েছিল ভারত। ভারতীয় বিমানবাহিনী প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা লাইট ফাইটার Gnat দিয়ে শুট ডাউন করা হয়েছিল উন্নত প্রযুক্তির ৩টি সাব্রেকে । যার দুটি ভারতীয় ভুমিতে এবং একটি পাকিস্তানের ভুমিতে গিয়ে পড়ে।
সেই সময় পাকিস্তান ও আমেরিকার কাছে বিরাট বড় দুঃস্বপ্নের মতো হয়ে দাড়ায়। সেই সময় পাকিস্তানের হাতে থাকা এই সাব্রে যুদ্ধবিমানকে অপ্রতিরোধ্য মনে করা হত। আমেরিকা ভাবতেও পারেনি Gnat দিয়ে ভারত একে শুট করতে পারবে।