রাশিয়ার তৈরি এই বিধ্বংসী ট্যাঙ্ক চেয়ে বসল চীন
নিউজ ডেস্কঃ চীন তার পার্শ্ববর্তী দেশ গুলির সাথে যে কোনোদিন ই খুব একটা ভালো সম্পর্ক ছিলনা তা সকলেরই জানা। রাশিয়ার সাথেও একসময় যুদ্ধ জড়িয়ে নিজেদের বেশ ক্ষতি ই করেছে তারা। তবে বিতর্ক রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে।
রাশিয়া চীন সীমান্তে একটি মজার ঘটনা ঘটেছে, একটি চীনা জে 20 বিমানকে রাশিয়ার সীমান্ত উড়তে দেখা গেছে। সদ্য রাশিয়া ও চীনের মধ্যে রাশিয়ার থেকে টি 14 আর্মাতা ট্যাংক ক্রয় করার ব্যাপারে কথাবার্তা হয়েছে, দুই দেশের সম্পর্ক ঘনিস্ট বাণিজ্য প্রায় 130 বিলিয়ন তাও দুই দেশের একে অপরকে নিচু দেখানোর প্রয়াস লেগেই থাকে।
রাশিয়ান সামরিক সূত্র থেকে বলা হয়েছে রাশিয়ান ফেডারেশন আর চীনের সীমান্ত বরাবর একটি পঞ্চম প্রজন্মের জে 20 বিমান কে সীমান্ত দিয়ে সোজা সমান্তরাল ভাবে অত্যন্ত দ্রুত উড়ে যেতে দেখা গেছে। রাশিয়ার এয়ার ট্রাফিক থেকে তার সঙ্গে বেতার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিমানটি তাতে সাড়া দেয়নি।
রাশিয়ান রা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার তাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করলে সেটি দিক পরিবর্তন করে উধাও হয়ে যায়। মনে করা হচ্ছে এত দ্রুত এটা ঘটেছে যে রাশিয়ান রা তাদের রাডার দিয়ে একে পর্যবেক্ষণ করতে পারেনি, এটাই যথেষ্ট আশ্চর্যের যে পঞ্চম প্রজন্মের একটি ব্র্যান্ড নিউ ফাইটার কে রাশিয়ান ফেডারেশন সীমান্তে স্কাউট ডিউটি দিয়ে পাঠান হয়েছিল।
যখন এই মুহূর্তে ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে রাশিয়া তাই এই মুহূর্তে টি 14 আর্মাতা চীন কে বিক্রি করতে চায় না। যদিও দুই দেশের মধ্যে এই নিয়ে মৌখিক কথাবার্তা হয়েছিল,আর রাশিয়ার সেনা বাহিনী নিজেই আর্মাতা ট্যাংক পায়নি। পুরো ঘটনা টা একটি থাই সংবাদমাধ্যমে এ প্রকাশিত হয়েছে।