ভোজনরসিক মানুষদের জন্য মনকাড়া আইটেম নিয়ে এল লর্ডস অ্যান্ড বারণস
নিউজ ডেস্কঃ মনোরম পরিবেশে সুস্বাদু প্রাতঃরাশ নিয়ে এল পার্ক স্ট্রিটের দ্যা লর্ডস অ্যান্ড বারনস। তাদের সেই সুস্বাদু মেনুর তালিকায় আছে এগস বেনেডিক্ট, ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার, এগস ফ্লোরেনটাইন সহ বেশ কিছু আইটেম৷ তাদের তালিকায় আরও আছে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট প্ল্যাটার, হেলদি ব্রেকফাস্ট প্ল্যাটার এবং চিসি প্ল্যাটার। পাশাপাশি মিষ্টি প্রিয় ব্যক্তিদের জন্য তারা রেখেছেন ডেসার্ট প্ল্যাটার, কুকি প্ল্যাটার এবং মাফিন প্ল্যাটার৷ শুধু এইসকল আইটেম নয় এর পাশাপাশি রয়েছে চা এবং কফি প্রেমীদের জন্য কিছু অফার। যা তাদের কাছে বেশ আকর্ষণীয়।
দ্যা লর্ডস অ্যান্ড বারনস
কোথায়: ২০বি, পার্ক স্ট্রিট, কলকাতা-১৬
মূল্য: ৮০০ টাকা
সময়: সকাল ৭ টা – সকাল ১১.০০টা