পাকিস্তানের পুরো উপকূল যেকোনো সময় ভারতবর্ষের ভুমি থেকেই হামলা চালাতে সক্ষম
নিউজ ডেস্কঃ ভৌগলিক অবস্থান এবং অত্যাধুনিক মিসাইলের কারনের জন্য ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে বেশি সুবিধা পাবে তা একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। কিন্তু ভারতের হাতে আসতে আসতে অত্যাধুনিক অস্ত্র আসার ফলে পাকিস্তানের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অঞ্চল গুলি যে রেঞ্জের মধ্যে চলে আসবে তা বলাই বাহুল্য।
ভারত আর পাকিস্তানের ভৌগলিক অবস্থান দেখুন। কখনও ভেবে দেখেছেন পাকিস্তান নৌবাহিনী কতটা অসহায়। পাকিস্তানের পুরো উপকূল ভারতের ল্যন্ড বেসড্ মিসাইল সিস্টেম ব্রাহ্মোস ইআর এবং ডিআরডিও স্মার্ট মিসাইলের রেঞ্জে। অর্থাৎ আগামী দিনে করাচীতে স্ট্রাইক করা হোক বা পাকিস্তানের নেভাল ওয়ারশিপ/সবমেরিন টার্গেট। টেকনিকালি সবকিছুই ভারতের নেভির জাহাজ ও সাবমেরিন প্রয়োজন ছাড়াই সম্ভব। শুধু সাবমেরিন শনাক্ত করার জন্য পি-০৮আই ও রমেও হেলির মত অতাধুনিক টেকনোলোজির প্রয়োজন যা পাক সাবমেরিনের সাথে সার্ফেস ওয়ারশিপের হদিস দেবে। বাকিটা ব্রাহ্মোস আর স্মার্ট করে দেবে।