তুরস্ককে না দিয়ে আরও মুসলিম দেশকে যুদ্ধবিমান বিক্রি বন্ধ করল আমেরিকা
নিউজ ডেস্কঃ এফ ৩৫। আমেরিকার হাতে থাকা একটি অত্যাধুনিক যুদ্ধবিমানে। বর্তমানে এই যুদ্ধবিমানটি শুধু মাত্র আমেরিকার হাতেই রয়েছে। তুরস্ক এই যুদ্ধবিমান ক্রয় করতে চাইলেও শেষ মুহূর্তে চুক্তি বাতিল হয়ে যায়। তার প্রধান কারন হল এই যে তুরস্ক রাশিয়ার থেকে এস ৪০০ ক্রয় করে। ফলে শেষ মুহূর্তে গিয়ে তুরস্ককে এই যুদ্ধবিমান আর বিক্রি করেনি আমেরিকা।
তবে বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসাবে F-35 বিক্রয় করা করার কথা ছিল আরবকে, কিন্তু বাইডেন প্রশাসন এসে তা বন্ধ করে দেয়। আরবকে এখুনি আমেরিকা তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমান দেবেনা বলে জানিয়ে দিয়েছে।