ডিফেন্স

আজারবাইজানের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে জড়িয়ে যেতে পারে আর্মেনিয়া?

নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। তবে দুই দেশের মধ্যে সমস্যা কোথায়? ইউরেশীয় অঞ্চলের দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান এর মধ্যে মুল সমস্যা সীমান্ত উত্তেজনা। ইতিমধ্যেই সীমান্ত সংঘর্ষে দুই দশের একাধিক সেনা সদস্য মারা গেছে।

আর্মেনীয় নৃগোষ্ঠী অধ্যুষিত আজারবাইজানের নিয়ন্ত্রণে থাকা নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছে, তবে এবারের সংঘর্ষের ঘটনাটি ওই বিরোধপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আর্মেনিয়ার তাভুশ অঞ্চলে ঘটেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে থেকে বেশ কিছু মাস আগে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে আজারবাইজানের চার সৈন্য নিহত ও পাঁচ জন আহত আর আর্মেনিয়ার তিন সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছিল। কিন্তু এর পর যখন আজারবাইজান আর্মেনিয়ার ওপরে আর্টিলারি শেলিং ফায়ার করা শুরু করে,তখন আর্মেনিয়াও আক্রমণের উৎসস্থল ‘ওয়েপন লোকেটিং রাডার’ দিয়ে খুজে নিয়ে পাল্টা স্ট্রাইক করে। পাল্টা হামলায় আজারবাইজানের সাত সৈন্য ও এক বেসামরিক নিহত হয়, অপরদিকে আর্মেনিয়ার চার সৈন্য নিহত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অপর দিকে আজারবাইজান সরকার সরাসরি আর্মেনিয়াকে হুমকি দিয়েছে যে,তারা আর্মেনিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলিতে হামলা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *