শীতের বিরুদ্ধে লড়তে ভারতীয় সেনার দীর্ঘ ৪ দশকের অভিজ্ঞতা
নিউজ ডেস্কঃ শীত আসতে চলেছে। আর এই শীতেই সবথেকে কঠোর পরিস্থিতি তৈরি হতে চলেছে ভারত-চীন সীমান্তে তা বিলক্ষন জানে দুই দেশের সেনাই। আর সেই কারনে সেখানে ইতিমধ্যে সমস্তরকম ব্যবস্থা শুরু করে দিয়েছে দুই দেশের সেনাই। তবে শীতের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বা শীতের বিরুদ্ধে লড়তে ভারতের দীর্ঘ ৪ দশকের অভিজ্ঞতা আছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী এলএসি তে ভারতীয় সেনার জন্য লজিস্টিক সাপোর্ট স্টক সর্বোচ্চ সীমায় পৌছিয়েছে। আগামি এক বছর কোনো রিইনফোর্সমেন্ট ছাড়াই ভারতীয় সেনাদের কোনো সমস্যা হবে না কোনো কিছু লভ্যতা নিয়ে। খাওয়ার জল, খাবার, শীতের তিন স্তরীয় পোশাক, বুট, গ্লাভ্স, গগলস, স্পেশাল টেন্ট, রুম হিটার, খাবার তৈরির জন্য সরঞ্জাম, স্কেটিংয়ের কিট, এ্যমুউনিশান ইত্যাদি ।