মহকাশ গবেষণাতে আরও এগিয়ে আসল ভারতবর্ষ
নিউজ ডেস্কঃ ভারতবর্ষ মহাকাশ গবেষণায় পৃথিবীর বাকি দেশ গুলি থেকে যে অনেক এগিয়ে তা ইতিমধ্যে প্রমান পাওয়া গেছে। মহাকাশ গবেষণায় আরও প্রভাব ফেলবে ভারত ভবিষ্যতে।
২০২৭ সালের মধ্যে ৭০০০ছোট স্যটেলাইট পৃথিবীর বিভিন্ন দেশ পাঠাবে। যার মূল্য $৩৮বিলিয়ন। ভারতের SSLV তৈরি হলে এই বাজারের অনেক বড় অংশ ভারত পাবে। স্যাটেলাইট গুলি কম খরচে পাঠানোর ক্ষেত্রে ভারতের বড় ভূমিকা গ্রহন করবে।