ডিফেন্স

মাঝ আকাশে ভেঙেছে পড়ল ‘মেড ইন চায়না’ রকেট। ভারতের থেকে কপি করেছিল চীন

নিউজ ডেস্কঃ চুরি করা স্বভাব চীনের যে কোনোদিন যাবেনা তা বোধ হয় সকলের বোধগম্য হয়ে গেছে। কিছুদিন আগে মাঝ আকাশে ভেঙে পড়েছিল ‘মেড ইন চায়না’ রকেট। তার সাথে সাথে একটি ভিডিও সেন্সিং স্যাটেলাইট এবং একটি নেভিগেশন স্যাটেলাইট ও নষ্ট হয়েছে!

এই রকেটটি চীনের তৈরী একটি সলিড ফুয়েল ক্যারিয়ার রকেট। এটি এর প্রথমবার উৎক্ষেপণ ছিল। তবে এটি প্রথম নয় এর আগে একাধিকবার চেষ্টা করা হয়েছিল। এর আগে ২০১৮ এবং  ২০১৯ এ উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু টেকনিক্যাল অসুবিধা থাকার কারনে তা করা সম্ভব হয়নি। কিন্তু ২০২০ তে তারা এটিকে উৎক্ষেপণের ঝুঁকি নেয়। কিন্তু কপাল খারাপ। এবারও তা সফল উৎক্ষেপণ সম্ভব হলনা। এটি আসলে চীন ভারতবর্ষের ইসরোর SSLV রকেটের মতো তৈরী করার চেষ্টা করছে।যাতে করে অল্প ব্যায়ে লো আর্থ অরবিটে স্যাটেলাইট স্থাপন করা যায়। তবে সবচেয়ে খারাপ খবর এই যে গত ৪৫ দিনে এই নিয়ে চীনের তিনটি রকেট আকাশে ভেঙ্গে পড়েছে। এবং সাথে নষ্ট হয়েছে প্রায় সাতটি স্যাটেলাইট। আর এই সাতটি স্যাটেলাইটের মধ্যে একটা ইন্দোনেশিয়ার স্যাটেলাইট ও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *