ভারতবর্ষের হাতে যে ৩৬টি রাফালে আসছে, তা কোথায় রাখা হতে পারে?
নিউজ ডেস্কঃ জরুরী ভিত্তিতে হাতে এসেছে ৫ রাফালে। বছরের শেষের দিকে আরও ৫ রাফালে ভারতের হাতে আসার কথা। চীনের উপর চাপ বাড়াতে খুব তাড়াতাড়ি আরও ৫ রাফালে আসছে।
বছর শেষে দ্বিতীয় ব্যচে ডেলিভারি হওয়া ৫টি রাফালে ফাইটার জেট পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে মোতায়েন করা হবে। এই রাফাল গুলি চিকেন নেক(ভারত-নেপাল-বাংলাদেশ সীমান্ত) রক্ষায় গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি চীনকে চাপে রাখবে। এবং চীনের গতিবিধির উপর নজর রাখা সম্ভব হবে।
সিদ্ধান্ত হয়েছিল যে প্রথমে ৩৬টি রাফালে ১২টি করে তিনটি এয়ারবেসে রাখা হবে। একটি আম্বালা, দ্বিতীয়টি হাসিমারা ও তৃতীয়টি উত্তরপ্রদেশের সারসোয়া এয়ারফোর্স স্টেশান। সারসোয়াতে জমি সংক্রান্ত সমস্যায় তা ব্যর্থ হয়।
তবে বর্তমানে ১৮টি করে আম্বালা ও হাসিমারাতে ভাগ করা হবে রাফালে। ইতিমধ্যে দুই এয়ারবেসে হ্যঙ্গার নির্মান সহ একাধিক পরিকাঠামো নির্মাণের কাজ শেষ। এই হ্যঙ্গারে প্রয়োজনে সুখোই থাকতে পারবে এমন ভাবে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে আগামী ৪০-৫০বছর রাফালে ভারতীয় বিমানবাহিনীতে এ্যক্টিভ থাকবে।