ডিফেন্স

পঞ্চম প্রজন্মের বিমান নাকি এস ৪০০? বছরের শেষে কি কারনে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন?

নিউজ ডেস্কঃ ভারত-পাক উত্তেজনায় রাশিয়া সফরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে একাধিক বিষয়ে কথোপকথন হয়। পাশাপাশি একাধিক ডিফেন্স চুক্তি নিয়েও কথা চলে। মিগ ২৯ থেকে শুরু করে রাশিয়ার এস ৪০০ যাতে আরও তাড়াতাড়ি ভারতের হাতে আসে সেই বিষয়েও কথা হয়েছিল। তবে সেই সময় ভারতকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান সুখোই সু ৫৭ র মতো বিমান অফার করা হয়েছিল। কিন্তু সু ৫৭ ভারতের প্রাথমিক চাহিদা পূরণ করতে পারবেনা বলে সেই চুক্তি করা হয়নি বলে মত একাধিক বিশেষজ্ঞদের। তবে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা হয়। সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছিল তারা। চীনকে চাপে রাখতে ইতিমধ্যে একাধিক কাজও করা হয়েছে।

এবার চীনকে আরও চাপে রাখতে ভারত সফরে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অক্টবরেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত ও রাশিয়ার মধ্যে একাধিক হাই লেভেলের চুক্তি সম্পাদিত হবে। তবে তা ডিফেন্স সংক্রান্ত হবে তেমন কোনো কিছু জানা যায় নি। ভারত ও রাশিয়ার মধ্যে ট্রেডের বিষয়ে সমঝোতা হবে। সাথে অন্যান্য বিষয় গুলিও প্রাধান্য পাবে।

তবে করোনা পরিস্থিতির কারনে প্রয়োজনে তরিখ পর্যালোচনা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *