অভিনব ফটোশ্যুট মডেল, অভিনেত্রী শৌরসেনী মিত্রের। দেখুন ফটোগ্যালারি
নিউজ ডেস্কঃ সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। তবে বাংলা চলচ্চিত্র জগতে সিরিয়াল যে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তা বলাই বাহুল্য।
মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও, নোয়াজুদ্দিন সিদ্দিকি। নাম গুলি শোনার পর মাথায় আগে কোন শব্দটি আসে বলুন তো? থিয়েটার ব্যাক্তিত্ত্ব! বিরাট ভালো অভিনেতা! ফেমাস তারকা! নাকি চিটাগং। আসলে সবকটি ই ঠিক। তবে আরও একটি জিনিস, তাহল শৌরসেনী মিত্র। নামটা বর্তমানে টলিউডের অন্যতম সেরা নায়িকাদের তালিকায় থাকলেও শুরুটা হয়েছিল এই তিন মহানমাপের বলিউড তারকাদের সাথে। প্রথম ছবি চিটাগং। তারপর আম্রিকা। সেই নিয়ে সবকিছু জানালেন শৌরসেনী।