ফটোগ্যালারি

ভারতবর্ষের টপ মডেল তথা অভিনেত্রী ঝড় তুললেন নেট দুনিয়ায়। রইল ফটোগ্যালারি

ফিল্ম ডেস্কঃ বর্তমানে বলিউডে তাঁকে সেই ভাবে দেখা যায়না। যদিও সেই ভাবে বলিউডের সাথে যুক্ত নন এখন আর তিনি। ফ্যাশান ডিসাইনিং এবং মডেল হিসাবে বেশি পরিচিত মুখ বলিউডের। তিনি ” টপ মডেল ইন্ডিয়া” বলে একটি শো এর বিচারক ছিলেন।

২০১০ সালে “আইশা” কমেডি ড্রামা তে প্রথম দেখা যায় এলিজাবেথ ম্যারি হেডেন তথা লিসাকে। “হাউসফুল ৩” প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তবে “অ্যায় দিল হ্যায় মুশকিল” “ক্যুইন” “রাস্কেল” এর মতো ছবিতে দেখাগেছে তাঁকে। তবে একের পর এক বলিউডের বেশ নামকরা ছবির পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন লিসা।

View this post on Instagram

My little sisters photography @julia.haydon

A post shared by Lisa Lalvani (@lisahaydon) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *