ফটোগ্যালারি

টলি অভিনেত্রী অনিন্দিতার ফটোগ্যালারি

সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। তবে বাংলা চলচ্চিত্র জগতে সিরিয়াল যে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তা বলাই বাহুল্য।

অনিন্দিতা সরকার। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে অনিন্দিতাকে। জি বাংলাতে আবার নতুন করে বেশ কিছু পুরনো সিরিয়াল দেখানো হচ্ছে। যেখানে ভুতুর মতো একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখাগেছিল অনিন্দিতাকে।

শুধু ভুতু নয়, পাশাপাশি আমার দুর্গা, সাত পাকে বাঁধা, অন্দরমহল, কিরণমালা, ভালোবাসা ডট কম, বয়েই গেলো মতো সিরিয়ালে দেখা গেছে তাকে। এই শহরে বলে একটি ছবিতে অভিনয় করেছে যেখানে সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছেন। পাশাপাশি তেঁতো মধু বলে একটি শর্ট ফিল্মে ঝারখান্ড ন্যাশানল ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট এক্ট্রেস শর্ট ফিল্ম ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডেড হয় অনিন্দিতা।

View this post on Instagram

Fashion is about something that comes from within u.

A post shared by Anindita Sarkar (@anindita.sarkar.908) on

View this post on Instagram

Do what makes ur soul shine

A post shared by Anindita Sarkar (@anindita.sarkar.908) on

View this post on Instagram

I am a reflection of my own soul…..

A post shared by Anindita Sarkar (@anindita.sarkar.908) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *