সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন পরিণীতার অভিনেত্রী। রইল ছবি
নিউজ ডেস্কঃ সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। তবে বাংলা চলচ্চিত্র জগতে সিরিয়াল যে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তা বলাই বাহুল্য।
অদ্রিজা রায়। টলিউডের অন্যতম পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখাগেছে অদ্রিজাকে।
“পটল কুমার গানওয়ালা”, “সন্ন্যাসী রাজা”, “মঙ্গলচণ্ডী” মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখাগেছে তাকে। শুধু তাই নয় পাশাপাশি পরিণীতার মতো বাংলা হিট ছবিতেও দেখাগেছে অদ্রিজাকে।