অভিনব ফটোশ্যুটে বঙ্গ ললনা পাওলি দাম। রইল ছবি
নিউজ ডেস্কঃ সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে।
পাওলি দাম। বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল টিভি সিরিয়াল থেকে। ২০০৩ সালে জিসু দাসগুপ্তের হাত ধরে উঠে আসা এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন। টেলিভিশান ক্যারিয়ারে তাঁর প্রথম কাজ জীবন নিয়ে খেলা, তিথির অতিথি। এরপর সোনার হরিনের মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি।
তাঁর প্রথম ছবি “তিন ইয়ারি কথা” যা কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে। কিন্তু রিলিজ করতে বহু দেরি করে। ২০১২ সালে তা রিলিজ করে। রিলিজ হওয়া তাঁর প্রথম ছবি “অগ্নিপরীক্ষা”। এরপর তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে “বেডরুম”, “বাংলা বাচাও” ”
কাগজের বৌ”, “মনের মানুষের” মতো পুরষ্কার প্রাপ্ত ছবি দিয়েছেন। তিনি শুধু বাংলা নয় একাধিক হিট হিন্দি ছবিও করেছেন ” হেট স্টোরি”, “অংকুর অ্যারোরা মার্ডার কেস”, “গ্যাং অফ ঘোস্টের” মতো ছবিও করেছেন। ছবি করার পাশাপাশি বেশ অ্যাক্টিভ তিনি সোশ্যাল মিডিয়াতেও।