ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অর্জুন, বকুল, বচ গরম জল যেভাবে ব্যবহার করা উচিৎ
এ এন নিউজ ডেস্কঃ নিজের ত্বকের যত্ন নিতে এই কাজ গুলি করতে পারেন। বিশেষ করে নিজের ত্বক উজ্জ্বল করতে। আর সবচেয়ে বড় কথা এই কাজ আপনি যদি নিজেই বাড়িতে করতে পারেন তাহলে দীর্ঘসময় ধরে ফল দেবে।
মুখের ত্বক উজ্জ্বল করতে গোলাপের পাপড়ির জুড়ি নেই। প্রতিদিন গোলাপের পাপড়ি দুধের সর দিয়ে বেটে নিয়মিত মুখে মাখতে হবে।
প্রতিদিন সকালে মুখে দই লাগিয়ে কিছুক্ষণ মালিশ করে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেললে মুখের উজ্জ্বলতা বাড়বে।
আধ চামচ করে অর্জুন, বকুল, বচ গরম জল দিয়ে মেখে মধু দিয়ে খাওয়া উচিত।
বাসক পাতা, অশোক ও শঙ্খ গুঁড়ো আধ চামচ করে মুখে মাখা উচিত।
পদ্ম পাপড়ি দশ পনেরোটি ও দুটি কদমপাতা বেটে লাগানো উচিত।