অফবিট

মৃত্যু দণ্ড দেওয়ার পর কেন কলমের নিব ভেঙে দেন বিচারক?

নিউজ ডেস্ক: আমরা সবাই জানি যে বিচারক যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয় তারপর যেই কলম দিয়ে তিনি এই রায়টি দেন সেই কলমের নিব ভেঙে ফেলেন। কিন্তু কেন? আর এর উত্তরটা অনেকেরই অজানা। তাই জেনে নিন বিচারক বা বিচারপতিদের এই কলমের নিব ভেঙে ফেলার পেছনে যুক্তিসঙ্গত কারণটি।

জানা যায় যে, এই কলমের নিব ভেঙে ফেলার কারণ একটি নয়, একাধিক। 

প্রথমত, এটি একটি প্রতীকী বিষয়। এর ব্যাখ্যাটি হল যে, যেই কলম একটি ব্যক্তি প্রাণ  নিয়েছে, সেই কলম যাকে অন্য কারোর প্রাণ নিতে না পারে।

দ্বিতীয় ব্যাখ্যাটি হল যে, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ডের বিষণ্নতা থেকে নিজেদের দূরে রাখার জন্য কলমের নিবটি ভেঙে ফেলেন।

আমরা সবাই জানি যে একবার বিচারক বা বিচারপতি যদি কাউকে মৃত্যুদণ্ড দেয় তাহলে তা আর ফিরিয়ে নিতে পারেন না।এই কলমের নিব ভেঙে ফেলার পেছনে অন্যতম একটি কারণ হলো তিনি যাতে আর কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে না পারেন।

এবং সর্বশেষ ব্যাখ্যাটি হল, সব মৃত্যুই মানুষের কাছে দুঃখের। কিন্তু যখন অপরাধের মাত্রা বেড়ে যায় তখন মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। আর এই কলমের নিব ভেঙে ফেলা এটায়  বোঝায় যে মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *