ভ্যালেন্টাইন’স ডে কীভাবে শুরু হয়েছিল?
ভ্যালেন্টাইন’স ডে প্রথম পালন করা হয়েছিল ১৪৯৬ সালে। একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন’স ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য, যা রোমান উৎসব থেকে উদ্ভূত বলে মনে করা হয়। মনে করা হয় যে, একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন’স ডে পালন করার বিষয়টি রোমান উৎসব থেকে উদ্ভূত হয়েছিল। যা খুবই প্রাচীনকালের ঐতিহ্য। রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপারকালিয়া নামে একটি উৎসব ছিল – আনুষ্ঠানিকভাবে তাদের বসন্ত মৌসুম শুরু হওয়ার সময়।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অর্থাৎ রোমানদের কাছে বসন্ত মৌসুম শুরু হওয়ার সময়। সেই সময় লুপারকালিয়া নামে একটি উৎসব পালন করা হত। এই উৎসটি উদযাপন নিয়ম ছিল ছেলেরা একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তুলবে এবং যেই মেয়ের নাম যে ছেলের হাতে উঠবে, তারা দুজন ওই উৎসব চলাকালীন সময়ে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড থাকবে। এমনটিই মনে করা হয়। আবার অনেক সময় বিয়েও সেরে ফেলতেন ওই জুটিই। পরবর্তীকালে এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবে রূপ দিতে চেয়েছিল গির্জা।সেই সাথে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই উৎসবটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এবং সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে পরিচিতি লাভ করে এই দিনটি।